বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কালিগঞ্জে নৌ-বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা চূড়ান্ত 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি  

কালিগঞ্জে নৌ-বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা চূড়ান্ত 

কালিগঞ্জের বসন্তপুরে পুনরায় নৌ-বন্দর চালুর নিমিত্তে গত বৃহস্পতিবার বিআইডব্লিটিএ কতৃপক্ষ বন্দর এলাকা পরিদর্শন শেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য চূড়ান্তভাবে স্থান নির্বাচন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বি.আই,ডব্লিউ.টি.এ এর বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মোহাম্মাদ মুস্তাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বি.আই.ডব্লিউ.টি.এ খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, বন্দর ও পরিবহন বিভাগের সহকারী সমন্বয় কর্মকর্তা পিযুষ কান্তি সরকার, প্রকৌশলী বিভাগের কারিগরি সহকারী সোহেল রানা, সাতক্ষীরা জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম প্রমুখ। খোঁজখবর নিয়ে জানা যায়, ১৯৬৫ সালের দিকে পাক-ভারত যুদ্ধের পূর্ব পর্যন্ত বসন্তপুর নৌ-বন্দর চালু ছিল।

 সমপ্রতি এই নৌ-বন্দরটি পুনরায় চালুর দাবির প্রেক্ষিতে সীমানা নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে করে নতুন স্বপ্ন দেখতে শুরু করে কালিগঞ্জসহ সাতক্ষীরাবাসী। আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা জনসভা থেকে বসন্তপুর নৌ-বন্দরের ফলক উন্মোচন করবেন বলে জানা গেছে।

টিএইচ